ترجمة معاني سورة الماعون
 باللغة البنغالية من كتاب الترجمة البنغالية للمختصر في تفسير القرآن الكريم
            .
            
                            
            
    ﰡ
১. আপনি কি ওকে চিনেন যে কিয়ামত দিবসের প্রতিদানের প্রতি মিথ্যারোপ করে?!
                                                                        ২. সে ওই ব্যক্তি যে এতীমের প্রয়োজন না মিটিয়ে তাকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়।
                                                                        ৩. না সে নিজকে বা অন্য কাউকে অভুক্তকে খাদ্য দিতে উৎসাহিত করে।
                                                                        
                                                                                                                
                                    ﭶﭷ
                                    ﰃ
                                                                        
                    ৪. তাই তো ওই সব নামাযীর জন্য ধ্বংস ও শাস্তি।
                                                                        ৫. যারা নিজেদের নামায সম্পর্কে উদাসীন। সময় পার হয়ে যাওয়া পর্যন্ত এ নিয়ে তাদের কোনরূপ চিন্তা নেই।
                                                                        ৬. যারা নিজেদের নামায ও আমলসমূহে লৌকিকতার আচরণ দেখায়। আল্লাহর উদ্দেশ্যে আমলকে খাঁটি করে না।
                                                                        
                                                                                                                
                                    ﮃﮄ
                                    ﰆ
                                                                        
                    ৭. অন্যদেরকে এমন সাহায্য দিতে বাধা প্রদান করে যাতে তাদের কোনরূপ ক্ষতি নেই।