ﰡ
                                                                                        
                    
                                                                                    ১. যে মহাকাল নিজ কঠিন ভয়াবহতা নিয়ে মানুষের অন্তরকে করাঘাত করবে।
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ২. এ কেমন মহাকাল যা তার কঠিন ভয়াবহতা নিয়ে মানুষের অন্তরকে করাঘাত করবে?!
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ৩. হে রাসূল! আপনি কি জানেন, এ মহাকাল যা তার ভয়াবহতা নিয়ে মানুষের অন্তরকে করাঘাত করবে তা কিয়ামত দিবস?!
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ৪. যে দিন মহাকাল মানুষের আন্তঃকরণগুলোকে করাঘাত করবে তারা সে দিন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় এ দিক সে দিক ছুটাছুটি করবে।
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ৫. পর্বতমালা হবে ক্ষিপ্র গতি ও নড়াচড়ায় ধূনিত রঙ্গীন পশমের ন্যায়।
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ৬. ফলে যার নেক আমল মন্দ আমলের উপর প্রাধান্য পাবে।
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ৭. সে জান্নাতে সন্তোষজনক জীবন পেয়ে সুখী হবে।
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ৮. পক্ষান্তরে যার পাপের পাল্লা পুণ্যের অপেক্ষা ভারী হবে।
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ৯. কিয়ামত দিবসে তার ঠিকানা ও আবাসন হবে জাহান্নাম।
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ১০. হে রাসূল! আপনি কি জানেন, তা কী?!
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ১১. তা হলো অতি উত্তপ্ত অগ্নি।